বগুড়া
বগুড়ায় একদিনে আরও ৮ জনের মৃত্যু
বগুড়া, ২১ আগস্ট – বগুড়ায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৩ জহনসহ আরও ৮ জন মারা গেছেন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গত একদিনে ২০৭ নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরের ৪০ জন, সারিয়াকান্দির ৩ জন, নন্দীগ্রামের ২ জন, শিবগঞ্জের ২ জন, আদমদীঘি, সোনাতলা ও কাহালুর ১ জন করে আক্রান্ত হয়েছেন।
জেলায় এখন পর্যন্ত ২০ হাজার ৬৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫৬০ জন। মৃত্যু ৬৪৯ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৪৪০ জন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ আগস্ট