ধোনির-বিজয় আড্ডা, ছবি ভাইরাল
হায়দ্রাবাদ, ২১ আগস্ট – শুটিং সেটের প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মাঝে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় কথা বলছেন ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি। তার সামনে দাঁড়িয়ে কথা বলছেন তামিল সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। আর তাদের ঘিরে আছেন অনেকে। টুইটারে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা যায় এই দুই ভুবনের দুই তারকাকে। নেটদুনিয়ায় যা এখন ভাইরাল।
এক প্রতিবেদনে জানিয়েছে, চেন্নাইয়ের গোকুল স্টুডিওতে শুটিং করছেন বিজয়। তারই কাছাকাছি লোকেশনে একটি বিজ্ঞাপনের কাজ করছেন ধোনি। এ তথ্য জানার পরি ধোনির সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন বিজয় ও তার সিনেমার পরিচালক নেলসন দিলীপকুমার। পরিকল্পনা অনুযায়ী দেখা করেন তারা। বসে অনেকটা সময় আড্ডাও দিয়েছেন ধোনি-বিজয়। আর সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
চেন্নাইয়ের শিডিউল শেষ করে বিজয় ও ‘বিস্ট’ সিনেমার টিম উড়ে যাবে দুবাইয়ে। সেখানেও থাকবেন ধোনি এবং চেন্নাই সুপার কিংস টিম। কারণ আগামী মাসে দুবাইয়ে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২১। বলে রাখা ভালো, ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বিজয়।
‘বিস্ট’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে তামিল ভাষার অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা।
এম এউ, ২১ আগস্ট