দক্ষিণ এশিয়া

সেপ্টেম্বরের আগে সরকার গঠন করবে না তালেবান

কাবুল, ২১ আগস্ট – আফগানিস্তানের এক কর্মকর্তা দাবি করেছেন, দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগে সরকার গঠনের বিষয়ে কোনও ঘোষণা দেওয়ার পরিকল্পনা নেই তালেবানের। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণেই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা।

আফগান কর্মকর্তা জানান, কাবুল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই চুক্তি হয়ে গিয়েছিল তালেবানের। ৩১ আগস্ট পর্যন্ত তালেবানের কাছে সময় চেয়ে নিয়েছিল বাইডেন প্রশাসন। যাতে ওই সময়ের মধ্যে সব নাগরিককে সরিয়ে নিয়ে যেতে পারে তারা। ৩১ আগস্ট মার্কিনিদের প্রত্যাহার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তালেবান কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বলে চুক্তিতে শর্ত রয়েছে।

ওই কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় থাকায় তালেবান নেতা আনাস হাক্কানি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রবিবার কাবুল দখলের পর পাঁচ দিন অতিবাহিত হলেও আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তাবাহিনীকে স্থলাভিষিক্ত করার কোনও ইঙ্গিত এখন পর্যন্ত দেয়নি তালেবান।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২১ আগস্ট ২০২১

Back to top button