জাতীয়
শেখ হাসিনার গাড়ি বহরে ‘হামলাকারী’ গ্রেপ্তার
ঢাকা, ২১ আগস্ট – ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার (এসি) আবু তালেব।
তিনি বলেন, শনিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ আগস্ট