ঢাকা

ঢাকায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ২৩২১

ঢাকা, ২০ আগস্ট – ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার একদিনে ১৩ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ২ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা গিয়েছিলেন ১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ২০ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে গত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জে। আর তৃতীয় সর্বোচ্চ ৭ জন মারা গেছেন মুন্সিগঞ্জে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২০ আগস্ট ২০২১

Back to top button