ঢালিউড

পরিবেশ নিয়ে বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন জোতিকা জ্যোতি

ঢাকা, ২০ আগস্ট – ‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্য ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখার লক্ষ্যে দেশব্যাপী এক কোটি বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার।

সেই কর্মসূচির প্রচারণার লক্ষ্যেই বন অধিদপ্তর এক মিনিটের একটি বিজ্ঞাপনটি নির্মান করছে। ফাহিম মালেক ইভানের পরিচালনায় এতে মডেল হয়েছেন জ্যোতিকা জ্যোতি। পুরো বিজ্ঞাপনচিত্রটির শুটিং করা হয়েছে কুয়াকাটার বিভিন্ন লোকেশনে।

বিজ্ঞাপন নিয়ে জ্যোতি বলেন, ‌‌‘আমি এই বিজ্ঞাপনের মডেল হয়েছি। দেশের পরিবেশ রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করতে পেরে আমি দারুণ খুশি। ব্যক্তিগতভাবেও আমি পরিবেশ রক্ষায় বিভিন্ন কাজ কর্মের সঙ্গে যুক্ত আছি। তাই কাজটি আমি আমার দায়বদ্ধতা থেকেও করছি।’

এন এইচ, ২০ আগস্ট

Back to top button