কুষ্টিয়া

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

কুষ্টিয়া, ২০ আগস্ট – কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও উপসর্গে তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার (২০ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, হাসপাতালে আক্রান্ত ও উপসর্গে রোগী ভর্তির চাপ আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত ১৫৭ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৮৯ নমুনা পরীক্ষায় নতুন করে ৬২ জনের শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৬৫ জন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই হাজার ৬১ জন। তাদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ১৫৫ জন। হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৯০৬ জন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২০ আগস্ট

Back to top button