ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে কারা, জানালেন গম্ভির

নয়াদিল্লী, ২০ আগস্ট – টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশের পরই শুরু হয়েছে জ্বল্পনা-কল্পনা। কারা ভালো খেলবে, কে কাকে হারাতে পারবে, কার শক্তি কেমন- এসব নিয়ে আলোচনা চলছে বিস্তর। সেই আলোচনায় যোগ দিলেন ভারতের সাবেক ওপেনার এবং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য গৌতম গম্ভির।

আগামী অক্টোবর এবং নভেম্বরে ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি ঘোষণার পর থেকেই পুরো ক্রিকেট বিশ্বে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সুপার টুয়েলভের শুরুতেই ভারত এবং পাকিস্তান পরস্পর মুখোমুখি হবে এ কারণে।

গৌতম গম্ভির এখনই সেমিফাইনাল খেলবে কোন চারটি দল, সেগুলো নির্ধারণ করে ফেলেছেন। দলগুলোর পারফরম্যান্স এবং বর্তমান অবস্থার কথা বিবেচনা করে গম্ভীর যে চারটি দলকে সেমিফাইনালিস্ট হিসেবে নির্ধারণ করলেন, তারা হলো- ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের অবস্থান খুব ভালো হলেও তাদেরকে সেমিফাইনালিস্ট হিসেবে বাছাই করেননি গম্ভির। সে সঙ্গে বাদ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মত দলকেও।

স্টার স্পোর্টসকে গম্ভির বলেন, ‘আমার মতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।’

ভারতের হয়ে ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে এবং ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন গম্ভির। সাদা পোশাকে রান করেছেন ৪১৫৪, ওয়ানডেতে ৫২৩৮ এবং টি-টোয়েন্টিতে রান করেছেন ৯৩২টি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। এখন নাম লিখেছেন রাজনীতিতে। হয়েছেন বিজেপির সাংসদ।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২০ আগস্ট

Back to top button