উত্তর আমেরিকা

আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রে করোনার বুস্টার ডোজ

ওয়াশিংটন, ২০ আগস্ট – যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের আগামী মাস (সেপ্টেম্বর) থেকে কোভিড-১৯ টিকার তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) দেবে। দেশটিতে টিকাগ্রহণকারীদের মধ্যে করোনা প্রতিরোধের ক্ষমতা ক্রমে কমে যাওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ ঘোষণা দিয়েছে যে, দেশটিতে যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, কেবল তাদেরকে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া হবে।

করোনার ডেল্টা ধরনের বিস্তার যুক্তরাষ্ট্রে যাবতীয় সমীকরণ পাল্টে দিয়েছে। দেশটিতে টিকার দুই ডোজ গ্রহণকারীও ডেল্টায় সংক্রমিত হয়ে ভোগান্তিতে পড়েছেন, এমন দৃষ্টান্ত পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক ড. রচেলি ওয়েলেনস্কি জানান, (করোনা থেকে) সুরক্ষা ক্ষমতা কমে যাওয়ার বিষয়টি তারা লক্ষ্য করেছেন।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে এ টিকাদান শুরু হবে। মার্কিন কর্মকর্তারা জানান, যারা আট মাস আগে ফাইজার অথবা মডার্নার টিকা গ্রহণ করেছেন, তাদের দেয়া হবে তৃতীয় ডোজ। সেটাও করা হবে ফাইজার ও মর্ডার্নার টিকা দিয়েই।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২০ আগস্ট

Back to top button