পশ্চিমবঙ্গে ভোট–পরবর্তী সহিংসতার তদন্ত করবে সিবিআই
কলকাতা, ২০ আগস্ট – পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর সহিংসতার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন কলকাতা হাইকোর্ট। নির্বাচনের পর খুন ও ধর্ষণের ঘটনায় তদন্তভার পেয়েছে ওই সংস্থা। এ ছাড়া বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, মারধর ও ঘর ছাড়ার মতো কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার এ আদেশ দেন আদালত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় ২ মে। বিপুল ভোটে জিতে তৃতীয়বার রাজ্য ক্ষমতায় বসে তৃণমূল কংগ্রেস।
বিজেপির অভিযোগ, তারপর থেকেই সহিংসতায় অশান্ত হয়ে ওঠে রাজ্য। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের একাধিক কর্মী-সমর্থক হামলার শিকার হয়েছেন। বেশ কয়েকজন নিহত হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন নারী কর্মীরা। এসব অভিযোগে একাধিক পিটিশন জমা পড়ে আদালতে। পরে হাইকোর্ট অভিযোগ খতিয়ে দেখে ১৮ জুন ভারতের জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠন করার নির্দেশ দেন। এরপর সর্বশেষ এই আদেশ দেন হাইকোর্ট।
সূত্র : সমকাল
এন এইচ, ২০ আগস্ট