অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তের নতুন রেকর্ড

সিডনী, ১৯ আগস্ট – অস্ট্রেলিয়ায় বাড়ছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন বা ডেল্টার সংক্রমণ। দেশটিতে বৃহস্পতিবার ৭৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়, যা নতুন রেকর্ড। এর আগে ২০২০ সালে রেকর্ড ৭২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। খবর এনডিটিভির।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি। দেশটির সরকারি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে অন্তত ৬৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা সেখানেরও নতুন রেকর্ড।

এ ছাড়া ভিক্টরিয়া অঙ্গরাজ্যে ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। মেলবোর্ন ও ক্যানবেরায়ও বাসিন্দাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে একদিনে অস্ট্রেলিয়ায় ৭৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগে ২০২০ সালে করোনা ভাইরাসের প্রথম ঢেউ চলাকালে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল সর্বোচ্চ ৭২৫।

করোনার ডেল্টা ধরনের কারণে এ সংক্রমণ বাড়ছে। অস্ট্রেলিয়ার প্রতিবেশি নিউজিল্যান্ডে এক বছরের বেশি সময় পর এক ব্যক্তির দেহে করোনা শনাক্ত হওয়ায় সেখানে দেশজুড়ে তিনদিনের লকডাউন জারি করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ আগস্ট ২০২১

Back to top button