বলিউড

অক্ষয়ের কাছে ৩০ কোটিই এখন ১০০ কোটির সমান

মুম্বাই, ১৯ আগস্ট – জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বলিউডে সবচেয়ে বেশি আয় করা অভিনেতাদের একজন তিনি। এখন পর্যন্ত বক্স অফিসে ১৪টি একশ কোটির মাইলফলক অর্জন করা সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘বেল বটম’। করোনা পরিস্থিতির মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিনেমাটি কতটুকু দর্শক টানতে পারবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। বক্স অফিস আয় নিয়ে দ্বিধায় বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘এখন চাপটা সবার ওপরই। তবে আমার বিশ্বাস সবকিছু ঠিকভাবেই হবে। চ্যালেঞ্জ ও ঝুঁকি আছে। কিন্তু জীবনে ঝুঁকি না নিলে আর কী করলেন? এই পথচলায় আমার প্রযোজকও ঝুঁকি নিয়েছেন এবং এভাবেই আমরা আগাচ্ছি। যদি সিনেমাটি ৩০ কোটি রুপি আয় করে, এটি ১০০ কোটি রুপির সমান।’

আরও পড়ুন ::

‘বেল বটম’ সিনেমাটি পরিচালনা করেছেন রণজিত এম তিওয়ারি। এতে অক্ষয়কে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় দেখা যাবে। সিনেমায় এই অভিনেতার সঙ্গে রোমান্স করবেন বাণী কাপুর। সিনেমাটিতে আরো আছেন— লারা দত্ত, হুমা কুরেশি, জ্যাকি ভগনানি প্রমুখ।

এন এইচ, ১৯ আগস্ট

Back to top button