সাত বছর পরও একই শাকিবকে পেলেন মাহি
ঢাকা, ২৪ অক্টোবর- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দেশের প্রায় সব জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন এই নায়ক। ২০১৩ সালে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব খান-মাহিয়া মাহি।
‘লাভ আজকাল’ সিনেমার পর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ সাত বছর পর এবার ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। দীর্ঘদিন পরে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতায় প্রশংসায় ভাসালেন মাহি।
এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘শাকিব খান সহশিল্পী হিসেবে অনেক ভালো। কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগেও যখন কাজ করেছি তিনি আমাকে কাজে হেল্প করতেন। দীর্ঘদিন পরে আবার একসঙ্গে কাজ করছি, তিনি সেই আগের মতোই আছেন।’
আরও পড়ুন- দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন দর্শকপ্রিয় অভিনেতা ফেরদৌস
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহি ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।
আডি/ ২৪ অক্টোবর