উত্তর আমেরিকা

আফগানিস্তানে কোনও মার্কিন নাগরিককে ফেলে আসবে না যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৯ আগস্ট – আফগানিস্তানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে সরিয়ে না নেওয়া পর্যন্ত দেশটিতে অবস্থান করবে মার্কিন সেনারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আফগানিস্তানে চলতি মাসের শেষ পর্যন্ত আমেরিকান সেনা রাখার কথা বলেছেন বাইডেন, তবে এই সময়ের মধ্যে সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশটিতে ১৫ হাজারের বেশি মার্কিন নাগরিক অবস্থান করছে।

এই মুহূর্তে প্রায় সাড়ে ৪ হাজার মার্কিন সেনা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দের নিয়ন্ত্রণ নিয়ে আছে। এছাড়া তালেবানও অবস্থান নিয়ে আছে বিমানবন্দরের আশপাশে। বন্দরে যাওয়ার পথে চেকপোস্ট বসিয়েছে তারা।

বিমানবন্দরে পৌঁছাতে চান এমন ব্যক্তিদের তালেবনা আটকে রেখেছে বলে এরই মধ্যে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে মানুষকে কয়েকদিন ধরে ভিড় করতে দেখা গেছে। হুড়োহুড়ি করার সময় মার্কিন সেনারা গুলিও ছুড়ছে। এতে হতাহতের খবরও পাওয়া গেছে।

একের পর এক শহর দখলের পর গত রোববার রাজধানী কাবুল দখল করে আফগানিস্তান দখলের ঘোষণা দেয় তালেবান। পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। কাবুল দখলের পরপরই; কীভাবে সরকার পরিচালনা করা হবে সে ব্যাপারে এরই মধ্যে পরিকল্পনার কথা জানিয়েছে তালেবান।

সূত্র: সমকাল
এম ইউ/১৯ আগস্ট ২০২১

Back to top button