কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে একদিনে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ, ১৯ আগস্ট – কিশোরগঞ্জে বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টা পর্যন্ত নতুন করে আরও ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এসময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ২১০ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, করিমগঞ্জে ২ জন, পাকুন্দিয়ায় ১ জন, কটিয়াদীতে ১৩ জন, কুলিয়ারচরে ২ জন ও ভৈরবে ১৭ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বুধবার রাত পৌনে ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৮ জন। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৯৫১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬২ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯৪৩ জন, হোসেনপুরে ২৭০ জন, করিমগঞ্জে ৪৮ জন, তাড়াইলে ৩৫ জন, পাকুন্দিয়ায় ২৫২ জন, কটিয়াদীতে ৫৮০ জন, কুলিয়ারচরে ৪৫ জন, ভৈরবে ৫৮১ জন, নিকলীতে ৩৬ জন, বাজিতপুরে ১৬৯ জন, ইটনায় ৩৩ জন, মিঠামইনে ১০ জন ও অষ্টগ্রামে ৬০ জন রয়েছন।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ১৯ আগস্ট

Back to top button