রাজশাহী

রামেক হাসপাতালে একদিনে আরও ৯ জনের মৃত্যু

রাজশাহী, ১৯ আগস্ট – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর ২ জন, নওগাঁ ও নাটোরের একজন করে এবং পাবনার ৫ জন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় ওই ওয়ার্ডে একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৫৪ জন।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ১৯ আগস্ট

Back to top button