সিলেট

সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

সিলেট, ১৮ আগস্ট – সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ-সিলেট রাস্তার পরচক এলাকার পূর্বে নিজগ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সিলেট থেকে জকিগঞ্জমুখী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী হাওরের পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম করে বলেন, দুর্ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ উদ্ধারকাজ করছে। উদ্ধারকাজ শেষ হলে নিহতের সঠিক সংখ্যা জানা যাবে। তবে নিহতের নাম-ঠিকানা বা বিস্তারিত এখনও পাওয়া যায়নি।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে জানান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৮ আগস্ট ২০২১

Back to top button