দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে প্রতিদিন যুক্তরাষ্ট্রের খরচ ৩০ কোটি ডলারের বেশি

কাবুল, ১৮ আগস্ট – খরচের শুরুটা ২০০১ সাল থেকে। ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর থেকে আফগানিস্তানে যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আর যুদ্ধের খরচ হিসবে যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হয়েছে প্রতিদিন ৩০ কোটি ডলারের বেশি।

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় এ তথ্য দিয়েছে। অন্যদিকে ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, প্রত্যেক আফগান নাগরিকের পেছনে যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হয়েছে ৫০ হাজার ডলার।

ব্রাউন বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ২০ বছরে খরচ করতে হয়েছে ২ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে শুধু যুদ্ধের পেছনে ব্যয় হয়েছে ৮০০ বিলিয়ন ডলার। আফগান সেনাদের প্রশিক্ষণ দিতে খরচ হয়েছে ৮৫ বিলিয়ন ডলার। প্রশিক্ষণের জন্য প্রতিবছর আফগান সেনাদের বেতন দিতে ব্যয় হয়েছে ৭৫০ মিলিয়ন ডলার।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, আফগান যুদ্ধের জন্য প্রত্যেক মার্কিন নাগরিকের ঘাড়ে ২০ হাজার ডলার ঋণের বোঝা পড়তে যাচ্ছে। ২০ বছর ধরে যুক্তরাষ্ট্র যুদ্ধের খরচটা চালিয়েছে ঋণের টাকায়। ৫০০ বিলিয়ন ডলার সুদ তাদের এর মধ্যেই শোধ করতে হয়েছে। ২০৫০ সালের মধ্যে সুদ বাবদ খরচের পরিমাণ দাঁড়াবে ৬ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

এই তো গেল যুক্তরাষ্ট্রের আর্থিক দণ্ডের হিসেবে। দুই দশকে দেশটি হারিয়েছে সামরিক ও বেসামরিকসহ সাড়ে ৬ হাজার মার্কিনি। আফগান যুদ্ধে আহত হয়েছেন ২০ হাজার সেনা। তাদের সাহায্য-সহায়তায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত খরচ করেছে ৩শ’ বিলিয়ন ডলার। সহায়তা অব্যাহত রাখতে হলে আগামী দিনগুলোতে আরও আধা ট্রিলিয়ন ডলার খরচ হবে যুক্তরাষ্ট্রের।

সূত্র: সমকাল
এম ইউ/১৮ আগস্ট ২০২১

Back to top button