মুন্সিগঞ্জ

শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ, ১৮ আগস্ট – পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় এবং ঢেউয়ের কারণে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার আশঙ্কায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

ফলে বুধবার বিকেল সোয়া ৩টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট শাখার সহকারী পরিচালক সাহাদাত হোসেন।

তিনি জানান, ২৪ দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিলারে ফেরির চার বার ধাক্কা লেগেছে। বুধবার বৈরি আবহাওয়া পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত দেখা গেছে। এ কারণে সেতুর পিলারে আবারও ধাক্কা লাগার আশঙ্কায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ রুটে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেন।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, বিষয়টি মাইকে জানানো হলে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা অর্ধশতাধিক পরিবহন ঢাকা হয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/১৮ আগস্ট ২০২১

Back to top button