মধ্যপ্রাচ্য
প্রথম সুন্নি নৌবাহিনী প্রধান পেলো ইরান
তেহরান, ১৮ আগস্ট – ইরানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন শাহরাম ইরানি নামে এক সুন্নি সেনা কর্মকর্তা।
দেশটির শীর্ষ নেতা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার তাকে ইরানের নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন। খবর আনাদোলুর।
শিয়াপ্রধান দেশটিতে প্রথমবারের মতো একজন সুন্নি একটি বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন ৫৪ বছর বয়সি এ সুন্নি সেনা কর্মকর্তা।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান এলাকার বাসিন্দা শাহরাম ইরানি এ যাবৎকালে ইরানের সর্বোচ্চ সুন্নি সামরিক কমান্ডার।
দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল মো. বাঘেরির সুপারিশে খামেনি তাকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেন।
সূত্র: যুগান্তর
এম ইউ/১৮ আগস্ট ২০২১