দক্ষিণ এশিয়া

হামিদ কারজাই’র সঙ্গে তালেবানের বৈঠক

কাবুল, ১৮ আগস্ট – এক তালেবান কমান্ডার ও হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ নেতা আনাস হাক্কানিসহ কয়েকজন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন। আফগানিস্তানে নতুন একটি সরকার গঠন করতে তারা এ বৈঠক করেন। বুধবার এক তালেবান কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

তালেবানের ওই কর্মকর্তা জানান, হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন সদ্য সাবেক হওয়া আশরাফ ঘানি সরকারের শান্তি আলোচনাকারী দূত আব্দুল্লাহ আব্দুল্লাহ। তিনি দোহায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিয়েছিলেন। তালেবান ক্ষমতাগ্রহণের পর আশরাফ ঘানির পালিয়ে যাওয়ার কঠোর সমালোচনা করেছিলেন আব্দুল্লাহ।

মঙ্গলবার আফগানিস্তানের রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিক করতে তালেবান সাধারণ ক্ষমা ঘোষণা করে। এ ঘোষণার পর দেশটির সাবেক সরকারের কর্মকর্তা-কর্মচারিদের কাজে যোগ দিতে আহ্বান জানায় তারা। আল জাজিরার খবরে বলা হয়, নারীদেরও সরকারি কাজে যোগ দিতে বলেছে তালেবান।

সাবেক আশরাফ ঘানি সরকারকে হটিয়ে গত রোববার কাবুলে ক্ষমতাগ্রহণ করে সশস্ত্র সংগঠনটি। এতে হাজার হাজার আফগান প্রাণভয়ে শহর ছেড়ে পালানোর চেষ্টা করেন। তারা বিমানবন্দরে গিয়ে জড়ো হন।

দেশ ছেড়ে পালানোর চেষ্টা করা আফগানদের মধ্যে সাবেক সরকারের কর্মকর্তাদের সংখ্যাই বেশি। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ ঘানি সরকারের হয়ে কাজ করার জন্য তালেবানরা তাদের হত্যা করতে পারে। এ প্রেক্ষাপটে সাবেক অনেক সরকারি কর্মকর্তা ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছেন।

এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালেবান। ২০০১ সালে ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলার ঘটনার পর তালেবানের বিরুদ্ধে আল কায়েদাকে পৃষ্টপোষকতা দেয়ার অভিযোগ ওঠে। এরপরই মার্কিন বাহিনীর অভিযানে পতন হয় তালেবান সরকারের।

২০ বছর আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সেনা মোতায়েন ছিল। সম্প্রতি সেসব সেনাদের ফিরিয়ে নেয়া হলে সক্রিয় হয়ে উঠে তালেবান। অতি অল্প সময়ের মধ্যেই তারা যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ ঘানি সরকারের পতন ঘটাতে সক্ষম হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৮ আগস্ট ২০২১

Back to top button