সিরাজগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে ২০ জেলের কারাদণ্ড
সিরাজগঞ্জ, ২৪ অক্টোবর- সরকারি নিষধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২০ জেলেকে ১৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেলকুচি উপজেলার বড়ধূল গ্রামের রুবেল (২৮), রাসেল (২৫), আমির (২৫), মূলকান্দি গ্রামের আরিফ (১৯), মফিজ (৪২), আলামিন (১৯), ভাংগাবাড়ী গ্রামের শফিকুল (২৩), ক্ষিদ্রচাপড়ী গ্রামের আবু নাসের (২৪), নুর আলম (২১), আ. রহিম (২৩), ইয়াকুব (২১), মজিদ (৪৫), বেলাল (৩০), সাইদুল (৩৮), বালিয়াপাড়া গ্রামের মাহমুদুল হাসান (২২), বেলকুচি চর গ্রামের জাহিদুল (৩২), চৌহালী উপজেলার সৌদিয়া চাদপুর গ্রামের মান্নান (২৯), শাহ জামাল (২০), লিটন (২০), মোস্তফা (২৯)।
আরও পড়ুন: রাজশাহীর খুচরা বাজারে আলুর দাম ১০ টাকা কমেছে
দণ্ডপ্রাপ্তদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গতকাল শুক্রবার রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ শিকার করার অপরাধে ২০ জেলেকে আটক করা হয়। একই সময় ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
এ অভিযানে আরো উপস্তিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক ও বেলকুচি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহুরুল ইসলাম।
সূত্র : এনটিভি
এন এইচ, ২৪ অক্টোবর