টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
ঢাকা, ১৮ আগস্ট – শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকেল ৪টায় গুলশান নিজ বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৮ জুলাই সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। পরে গত ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। বেগম জিয়াকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।
এদিকে খালেদা জিয়ার টিকা পেতে হাসপাতালে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ আগস্ট