উত্তর আমেরিকা

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৯০০ কোটি ডলার জব্দ করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৮ আগস্ট – আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৯০০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ ঘানি সরকারকে হটিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ক্ষমতাগ্রহণ করে তালেবানরা। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করলো।

মার্কিন কর্মকর্তারা জানান, সাবেক আফগান সরকারের জমাকৃত আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ তালেবানরা পাবে না। এটা মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞায় থাকা সম্পত্তির তালিকাভুক্ত হয়েছে।

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সাড়ে ৯০০ কোটি ডলার সঞ্চিত আছে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ায় তালেবানরা এ অর্থ ব্যয় করতে পারবে না। তবে এ নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগ কোনো কথা বলেনি।

তালেবানদের কাবুল দখলের প্রেক্ষাপটে গত রোববার আফগানিস্তান থেকে পালান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর আজমল আহমাদি। এরপরই ডলারের বিনিময়ে দেশটির মুদ্রা ‘আফগানী’র দাম পড়তে থাকে।

মঙ্গলবার ‘আফগানী’র মূল্য ১ দশমিক ৭ শতাংশ পড়েছে। বর্তমানে এক ডলারের বিনিময়ে ৮৩ দশমিক ৫০ আফগানী হিসেব করা হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ আগস্ট

Back to top button