সংগীত

বব ডিলানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

বিশ্ব সংগীত অঙ্গনের এক অনন্য নাম বব ডিলান। আমেরিকান গানের ঐতিহ্যের মধ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি তৈরির জন্য ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। এবার তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন এক নারী।

নিজেকে জে সি পরিচয় দেওয়া এই নারী নিউ ইয়র্কের একটি আদালতে মামলা দায়ের করেছেন। ৬৭ বছর বয়সী এই নারীর অভিযোগ, ১৯৬৫ সালে যখন তার বয়স মাত্র ১২ ছিল, তখন ডিলানের যৌনলালসার শিকার হয়েছিলেন তিনি।

এই নারী আরো জানান, ১৯৬৫ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ৬ সপ্তাহ ধরে লাগাতার তাকে যৌন হেনস্তা করেন বব ডিলান। চেলসি হোটেলে কিংবদন্তি এই শিল্পীর একটি রুম রয়েছে। সেখানেই তাকে হেনস্তা করা হয়েছে।

‘ব্লোইন ইন দ্য ওয়াইন্ড’, ‘দ্য টাইম দে আর অ্যা-চেঞ্জিং’, ‘লাইক অ্যা রোলিং স্টোন’, ‘লে লেডি লে’, ‘ফরএভার ইয়ং’সহ অনেক কালজয়ী গানের শিল্পী বব ডিলান। তার মুখপাত্রের দাবি, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। বব ডিলানের ভাবমূর্তি নষ্ট করতেই অভিযোগটি করা হয়েছে বলে তার ধারণা।

এন এইচ, ১৮ আগস্ট

Back to top button