সিলেট

সিলেটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু

সিলেট, ১৮ আগস্ট – সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের ১১ জনই সিলেট জেলার এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন রয়েছেন।

একই সময়ে বিভাগের চার ল্যাবে ১৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৩৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে; শনাক্তের হার ২৪ দশমিক ১৯ শতাংশ। আর এ সময়ে হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন অবস্থায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ৭৫৮ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল আটটার পূর্ববর্তী ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ২১৬ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩৭ জন এবং মৌলভীবাজারে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সাথে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

তথ্য মতে, বিভাগের চার জেলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৬২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৭৯৫ জন। আর মৃত্যু হয়েছে ৯১৯ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৬১ জন, হবিগঞ্জ জেলায় ৪৪ জন, মৌলভীবাজার জেলায় ৬৯ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ৫৩৪ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ আগস্ট

Back to top button