দক্ষিণ এশিয়া

আফগান নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক নয়: তালেবান

কাবুল, ১৮ আগস্ট – কাবুল দখলের পর মঙ্গলবার প্রথমবারের মতো তালেবানরা ইঙ্গিত দিয়েছে আফগানিস্তানের নারীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক নয়। দেশটিতে তাদের প্রথম শাসনামলে আফগান নারীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক ছিল। ফরাসি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনে মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। নারীদের ভ্রমণ ও কাজের স্বাধীনতা ছিল না। প্রকাশ্যে নারীদের বের হতে বোরকা পরতে বাধ্য করা হয়েছিল।

কাতারের দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, বোরকা একমাত্র হিজাব নয়, বিভিন্ন ধরনের হিজাব রয়েছে, এটি শুধু বোরকাতে সীমাবদ্ধ নয়।

তবে মুখপাত্র জানাননি কোন ধরনের হিজাব তালেবানের কাছে গ্রহণযোগ্য।

সুহাইল শাহীন বলেন, নারীরা প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। আমরা এই নীতি মস্কো ও দোহাসহ আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণা করেছি।

তিনি জানান, তালেবানের দখলকৃত এলাকায় হাজারো স্কুল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৮ আগস্ট

Back to top button