জাতীয়
আজ টিকার দ্বিতীয় ডোজ নেবেন খালেদা জিয়া
ঢাকা, ১৮ আগস্ট – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার (১৮ আগস্ট) করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে দুপুর ২টায় তিনি এই টিকা নেবেন।
এজন্য সার্বিক নিরাপত্তা চেয়ে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত ১৯ জুলাই বিকেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে প্রথম ডোজের টিকা নিতে যান তিনি। সেসময় গাড়িতে বসেই টিকা নেন বিএনপি চেয়ারপারসন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ আগস্ট