দক্ষিণ এশিয়া

সরকারি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবানের বিবৃতি

কাবুল, ১৭ আগস্ট – আফগানিস্তানে এবার সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করল তালেবান। যুক্তরাষ্ট্র-সমর্থিত আশরাফ গনি সরকার পতনের পর মঙ্গলবার সকালে এ ঘোষণা দেয় তালেবান।

এএফপির খবরে বলা হয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণার পর সরকারি কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশও দিয়েছে তালেবান।

তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। এখন পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে রুটিন লাইফে ফিরতে হবে আপনাদের।

এর আগে পশ্চিমাদের পক্ষে কাজ করা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান। গত রবিবার তালেবানের মুখপাত্র সুহেইল শাহীন এক টুইটে এ তথ্য জানান।

সূত্র: প্রতিদিনের সংবাদ
এম ইউ/১৭ আগস্ট ২০২১

Back to top button