ইউরোপ

তিন দিনের কঠোর লকডাউনে নিউজিল্যান্ড

ওয়েলিংটন, ১৭ আগস্ট – নিউজিল্যান্ডে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর দেশব্যাপী কমপক্ষে তিন দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার। মঙ্গলবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

প্রায় ৫০ লাখ জনসংখ্যার দেশ নিউনিজল্যান্ডে গত ছয় মাস ধরে করোনা সংক্রমণ ছিলো শূন্যেও কোটায়। করোনা মোকাবেলায় সবচেয়ে সফল বিশ্বের দেশগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা জানান, করোনার ‘পট পাল্টে দিতে সক্ষম’ ভয়াবহ ডেল্টা ধরন যাতে ছড়িয়ে না পড়ে, সে কারণে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি অন্যত্র কী পরিস্থিতি হয়েছে, যদি আমরা একে দাবিয়ে রাখতে না পারি।’ জেসিন্ডা বলেন, ‘আমাদের হাতে সুযোগ মাত্র একটি।’ করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি অকল্যান্ডের বাসিন্দা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ আগস্ট ২০২১

Back to top button