ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের সঙ্গে বন্ড

ওয়েলিংটন, ১৭ আগস্ট – ভারতে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এজন্য নিউ জিল্যান্ডের কোচিং সেট আপে যুক্ত করা হচ্ছে শেন বন্ডকে। প্রধান কোচ গ্যারি স্টিড, ব্যাটিং কোচ লুক রনকি ও বোলিং কোচ শেন জার্গেনসেনের সঙ্গে কাজ করবেন সাবেক কিউই পেসার।

বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ানস, নিউ জিল্যান্ড ‘এ’ ও মেয়েদের দলের সঙ্গে কোচিংয়ের ভালো অভিজ্ঞতা আছে বন্ডের। স্টিড বললেন, ‘শেন আমাদের পরিবেশে আগেও কাজ করেছে এবং আমরা কী চাই সেটা বোঝে।’

বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেই হবে আইপিএল। এই প্রতিযোগিতায় মুম্বাইয়ের কোচ হিসেবে কাজ করবেন বন্ড। সেই অভিজ্ঞতা কাজে দেবে বিশ্বাস স্টিডের, ‘বিশ্বকাপের ঠিক আগে দিয়ে (আইপিএলের জন্য) সংযুক্ত আরব আমিরাতে থাকবে সে, আমরা আশা করি সে ভেতরের কিছু কৌশল আমাদের দলে বয়ে আনবে।’

পেসার তো বটেই, স্পিনারদের জন্যও বন্ডের অভিজ্ঞতা সহায়ক হবে মনে করছেন নিউ জিল্যান্ড কোচ, ‘সে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বোলারদের দিকে, স্পিন ও পেস বোলারদের নিয়ে কাজ করবে। পরিকল্পনা করবে গতিময় টুর্নামেন্টের জন্য, অন্য দলগুলোর চেয়ে আমাদের একধাপ এগিয়ে থাকতে হবে।’

স্টিড আরো যোগ করলেন, ‘নিউ জিল্যান্ড খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে শেন। সম্প্রতি আমাদের ক্যাম্পেও ছিল। আমাদের ছেলেদের সঙ্গে তার থাকতে পারা হবে দারুণ। সে খুবই সম্মানিত একজন। আমি জানি এই দলে অনেক জ্ঞান ও মতামত নিয়ে আসবে সে।’

আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই নম্বর গ্রুপে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাছাই থেকে উত্তীর্ণ দুটি দলের সঙ্গে পড়েছে নিউ জিল্যান্ড।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৭ আগস্ট

Back to top button