দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে আবারও সংবাদ উপস্থাপনায় ফিরল নারীরা

কাবুল, ১৭ আগস্ট – তালেবান নিয়ন্ত্রিত কাবুলে আবারও সংবাদ উপস্থাপনায় ফিরছেন দেশটির নারীরা। তালেবান ক্ষমতা দখলে নেওয়ায় কাজে ফেরা নিয়ে শঙ্কা জাগে নারীদের। তবে গোষ্ঠীটি জানিয়েছে, নারীদের কাজে ফিরতে কোনও বাধা নেই। তবে হিজাব পরেই টেলিভিশনের পর্দায় অংশ নিচ্ছেন তারা।

আফগানিস্তানের টোলো নিউজে দেখা গেছে, এক নারী সংবাদ উপস্থাপিকা তার কর্মস্থলে ফিরেছেন। মঙ্গলবার টোলো নিউজের প্রধান মিরাকা পোপাল টুইটারে ছবি পোস্ট করে এ তথ্য জানান। ছবিতে দেখা যায়, নারী উপস্থাপিকা হিজাব পরে তালেবানের মিডিয়া বিভাগের এক সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন। এমন ছবি সামাজিকসহ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারীরা কাজে ফেরায় অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। এ রকম বেশ কয়েকটি ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নারীদের গত দু’দিনে চলাফেরা এবং নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার পরই পরিবর্তন লক্ষ করা গেছে।

এদিকে তালেবানের রাজনৈতিক দফতরের উপ-প্রধান আব্দুস সালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনও শঙ্কা ছাড়াই কর্মস্থলে ফিরে যান। যদিও এখনও সবাই কাজে ফিরেছেন কিনা বিষয়টি পরিষ্কার নয়।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৭ আগস্ট

Back to top button