নাটক

রেকর্ড: দ্রুততম সময়ে ২ কোটির মাইলফলকে ‘শিল্পী’

ঢাকা, ১৭ আগস্ট – বাংলা নাটকের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে ২ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে স্ট্রিট সিঙ্গারের জীবন নিয়ে নির্মিত নাটক ‘শিল্পী’। মাত্র ২১০ দিনেই এটি দেখেছেন ২ কোটিরও বেশি দর্শক। এখন পর্যন্ত রেকর্ডের দিকে এগিয়ে আছে এটি। শুধু তাই নয়, নাটকটি প্রকাশিত হওয়ার মাত্র ২৬ দিনেই ১ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে রীতিমত রেকর্ডও গড়েছিলো। দেশজুড়ে যেমন দর্শক মাতিয়েছে, তেমনি প্রশংসার জোয়ারে ভেসেছে ‘শিল্পী’, ভাইরাল হয়েছে অন্তর্জালের সব শাখায়! সেই ধারবাহিকতায় আবারও রেকর্ড গড়লো এটি।

আলোচিত নির্মাতা মহিদুল মহিম পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকটিতে তুমুল জনপ্রিয়তা পেয়েছে নিশো ও মেহজাবীনের ঠোঁটে বাংলা সিনেমার পুরনো গান। বিশেষ করে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সাথে দর্শকদের টিকটক ও ডাবম্যাশ ছিলো শীর্ষ ভাইরাল গানের একটি! এমন অভাবনীয় সাড়ায় বেশ উচ্ছ্বসিত নাটকের সংশ্লিষ্ট সকলে।

এ বিষয়ে ‘স্পর্শে তুমি’, ‘এই শহরে ভালোবাসা নেই’, ‘ফ্যাশন’ ও ‘ফটোফ্রেম’ খ্যাত নাট্যনির্মাতা মহিদুল মহিম বলেন, ‘আমার প্রতিটি নির্মাণই দর্শকদের জন্য। আমার নাটকের প্রতি তাদের ভালবাসাই আমার কাজের সফলতা। ‘শিল্পী’ নাটকের বর্তমান সাফল্য আমার ভাবনাকেও ছাড়িয়ে গেছে। দর্শকরা কাজটির প্রতি এত বেশি ভালোবাসা দেখিয়েছেন, যার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। সেইসাথে আমি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাতে চাই নিশো ভাই ও মেহ্জাবীন আপুকে, যাদের অসাধারণ অভিনয় ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি নাটকটির প্রযােজক এস কে সাহেদ আলী পাপ্পু ভাই ও ডিওপি কামরুল ইসলাম শুভ, মিউজক ডিরেক্টর আভরাল সাহির, এডিটর রমজান আলী ভাই সহ পুরো শিল্পী টিমকে। সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন ভাইয়ার প্রতি। শ্রদ্ধা ও ভালবাসা জানাচ্ছি নাটকের প্রতিটি গানের মূল শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের প্রতি।’

আফরান নিশো বলেন, ‘খুবই ভালো লাগছে দর্শকের এমন রেসপন্স দেখে। আমরা সবসময় চেষ্টা করি দর্শকদেরকে বিনোদন দিতে। সেই জায়গা থেকে অনেক বেশি দর্শক এই কাজটি দেখেছেন, এতে আমি আনন্দিত। আমি সবসময় বলি যে, ইউটিউব থেকে আমরা একটা ডাটা পাই যে, কাজটি কতজন দর্শক দেখেছেন। সেদিক থেকে ‘শিল্পী’ নাটকটি কম সময়ে অনেক বেশি দর্শক দেখেছেন। আমি চাই, তারা এভাবেই আমাদেরকে উৎসাহিত করুক। এই টিমের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ জানাই।’

এমন সাফল্যে উচ্ছ্বসিত মেহ্জাবীন চৌধুরী ফেসবুকে লিখেন, আপনাদের অগণিত ভালোবাসায় মুগ্ধ ‘শিল্পী’ টিম। নাটকটি এখন পর্যন্ত ইউটিউবে বাংলাদেশী নাটকের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে অর্থাৎ মাত্র ২১০ দিনে ২০ মিলিয়ন (২ কোটি) ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। অসংখ্য ধন্যবাদ এই নাটকের পরিচালক মহিদুল মহিম, সহশিল্পী আফরান নিশোকে। সেইসাথে ধন্যবাদ জানাচ্ছি নাটকটির সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং সবশেষে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সকল দর্শকশ্রোতাদেরকে, যাদের ভালোবাসা না থাকলে এই সফলতা অর্জন কখনোই সম্ভব ছিলো না।

রেকর্ডের অংশ হওয়া প্রসঙ্গে এই তারকা অভিনেত্রী বলেন, ‘আমরা কিন্তু দর্শকদের জন্যই কাজ করি। সেখানে অনেক কাজের ভীড়ে কিছু কিছু কাজ তাদের কাছে হয়তো ভালো লাগে। সেখানে ‘শিল্পী’ সম্পূর্ণ বিনোদনমূলক একটা কাজ। দর্শকরা কাজটি পছন্দ করেছেন বলেই এত সাড়া পাচ্ছি। ভীষণ ভালো লাগছে এরকম একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে। মহিদুল মহিম ভাই, আফরান নিশো ভাইসহ নাটকের সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেইসাথে ধন্যবাদ জানাই, নাটকটির গানে ব্যবহৃত মূল গানের শিল্পীসহ সকল কলাকুশলীকে। পূর্ণিমা আপুকেও বিশেষ ধন্যবাদ জানাই। দর্শকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, সবসময় পাশে থাকার জন্য; ভালো ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য।’

প্রসঙ্গত, গেল জানুয়ারি মাসের ১৮ তারিখে ‘শিল্পী’ নাটকটি ইউটিউবে অবমুক্ত হয়। এরপর থেকেই অন্তর্জালে ভাইরাল হতে শুরু করে নাটকটি। প্রকাশের মাত্র ২৬ দিনে এটি কোটি ভিউয়ের রেকর্ড গড়ে।

এন এইচ, ১৭ আগস্ট

Back to top button