নাটক

আবারও বিজ্ঞাপনে মিম মানতাসা

ঢাকা, ১৭ আগস্ট – ২০১৮ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় আসেন মিম মানতাসা। এই মডেল ও অভিনেত্রীকে একক নাটকেই বেশি দেখা যায়। তিন বছরের ক্যারিয়ারে এর আগে একটিমাত্র বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন মিম মানতাসা। নাফিস রেজার পরিচালনায় নির্মিত এই বিজ্ঞাপনটি চলতি সপ্তাহ থেকে টিভিতে প্রচার শুরু হয়েছে।

এ প্রসঙ্গে মিম মানতাসা বলেন, আমি সব ধরনের কাজই কম করি। সেটা নাটক কিংবা বিজ্ঞাপন যেটাই হোক না কেন। গত ঈদের আগে নতুন এই বিজ্ঞাপনটির কাজ করেছিলাম। এটি প্রচারে আসার পর থেকে দর্শকের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছি। ভালো কনসেপ্টের কাজ হলে অবশ্যই এই মাধ্যমে কাজ করব।

এদিকে গত ঈদের পর থেকে অভিনয়ে অনিয়মিত মিম মানতাসা। আগামী ২৬ আগস্ট থেকে তার অভিনীত একমাত্র ধারাবাহিক নাটক ‘একশতে একশ’-এর শুটিং শুরু হবে। পাশাপাশি আগামী মাসের মধ্যভাগ থেকে নাটকের অভিনয়ে নিয়মিত হবেন এই অভিনেত্রী।

এন এইচ, ১৭ আগস্ট

Back to top button