ফুটবল

রিয়ালের সাথে আরও পাঁচ বছরের চুক্তি করলেন কোর্তোয়া

২০২৬ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন থিবো কোর্তোয়া। স্প্যানিশ জায়ান্টরা তার সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করেছে।

২০১৮ সালে সাড়ে তিন কোটি পাউন্ডে চেলসি থেকে মাদ্রিদে যোগ দেন কোর্তোয়া। তার আগের তিন বছর নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন ধারে। রিয়ালে যোগ দেওয়ার পরের মৌসুমেই লা লিগায় জেতেন দলটির সঙ্গে একমাত্র শিরোপা।

তিন বছর আগে প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান রিয়ালের সঙ্গে চুক্তি করে। ধারে অ্যাটলেটিকোয় খেলে লা লিগা জেতার পর নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে যাওয়ার বিষয়টি ভক্তরা ভালো চোখে দেখেনি। সেসব উপেক্ষা করে লস ব্লাঙ্কোদের এক নম্বর জার্সি ভালোভাবে গায়ে চড়ান কোর্তোয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩০ ম্যাচ খেলেছেন, ৫২টি ক্লিন শিটও তার নামের পাশে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৭ আগস্ট

Back to top button