যশোরে মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা
যশোর, ২৪ অক্টোবর- যশোরে ইসরাফিল হোসেন ওরফে মন্নাত (৪০) নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে শহরের সিএনবি রোডের মুক্তিযোদ্ধা কৃষিবিদ শাহ আলমের বাড়ির সামনে ড্রেনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইসরাফিল যশোরের মনিরামপুর উপজেলার কাশিপুর খেদাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা বজলুর রহমানের ছেলে। তিনি যশোর শহরের বকচর বিহারী কলোনির মোস্তফার বাড়ির ভাড়াটিয়া।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের খবর পেয়ে ইসরাফিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় লাল গামছা প্যাঁচানো ছিল। পরনে লুঙ্গি ও লুঙ্গির নিচে ট্রাউজার এবং গায়ে ছিল চেক শার্ট। মরদেহের পাশে বাইসাইকেল ও একটি ছাতা পড়েছিল।
আরও পড়ুন: বাগেরহাটে একই ব্যক্তি দুই নামে ভোটার, অভিযুক্ত গ্রেপ্তার
তিনি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ইসরাফিল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে।
সূত্র : বাংলানিউজ
এম এন / ২৪ অক্টোবর