মধ্যপ্রাচ্য

তালেবানকে ইসলামিক বিধান অনুসরণ করতে আহ্বান সৌদি আরবের

রিয়াদ, ১৭ আগস্ট – আফগানিস্তানের মানুষের জীবন, সম্পদ এবং নিরাপত্তা দিতে ইসলামিক বিধান অনুসরণ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। রবিবার ইসলামিক গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই আহ্বান জানানো হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কোনও ধরণের হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের ইচ্ছার পাশে থাকবে রিয়াদ। এতে বলা হয়, ‘সৌদি আরব আশা করে, ইসলামের মহান আদর্শের ভিত্তিতে… তালেবান আন্দোলন এবং সকল আফগান পক্ষ নিরাপত্তা, স্থিতিশীলতা, জীবন ও সম্পদ রক্ষায় কাজ করবে।’

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার জানিয়েছে তারা আফগানিস্তানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায়। এছাড়া দেশটি থেকে কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার বিদেশি কর্মীদের সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় কাতার।

২০১৩ সাল থেকে দোহায় তালেবান কার্যালয় রয়েছে। মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র-তালেবান স্বাক্ষরিত চুক্তিতেও বড় ভূমিকা রেখেছে তারা।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৭ আগস্ট ২০২১

Back to top button