আফগান ইস্যুতে যা বললেন বাইডেন
ওয়াশিংটন, ১৭ আগস্ট – আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর এই প্রথম আফগান ইস্যুতে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার জতির উদ্দেশে দেয়া এক ভাষণে আফগান ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, আফগানিস্তানে আমাদের মিশন নিয়ে অনেকে ভুল ধারণা করছে। যা গত দুই দশক ধরে চলে আসছে। আফগানিস্তানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমার সামনে দুটি অপশন ছিল। একটি হচ্ছে মার্কিন সৈন্য প্রত্যাহার আর অন্যটি হচ্ছে আরও অধিক সৈন্য মোতায়েন করা। কিন্তু আমি অতীতের মতো আর ভুল করতে চাই না।
হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে তিনি বলেন, আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের। তবে যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, তা সফল হয়েছে।
তিনি আরো বলেন, আফগান বাহিনী নিজেদের জন্য লড়াই করছে না। সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবে? তবে প্রয়োজন হলে ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে নিজ সিদ্ধান্তে অটল থাকার কথা ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আমার সিদ্ধান্তে পুরোপুরি অটল রয়েছি। সব সময় আমি প্রতিশ্রুতি দিয়েছি যে মার্কিন জনগণের সঙ্গে থাকব। মার্কিনীরা এমন যুদ্ধে লড়াই করে মরতে পারে না, যেখানে আফগানরা নিজেরাই যুদ্ধ করতে ইচ্ছুক নয়।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৭ আগস্ট