জাতীয়

সংসদের অধিবেশন বসছে ১ সেপ্টেম্বর

ঢাকা, ১৬ আগস্ট – জাতীয় সংসদের চলতি বছরের চতুর্থ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। ওই দিন বিকাল পাঁচটায় সংসদের বৈঠক বসবে।

সোমবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

গত ৩ জুলাই শেষ হয় সংসদের বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, মহামারিকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৬ আগস্ট ২০২১

Back to top button