জাতীয়

ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু

ঢাকা, ১৬ আগস্ট – জুন এবং জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়। এই ২৫ জনের মধ্যে রাজধানী ঢাকায় ২১ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়।

আজ সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দুই মাসে ডেঙ্গুতে মৃত সন্দেহে ২৫ জনের তথ্য পর্যালোচনার স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআরে পাঠানো হয়। পর্যালোচনা শেষে ২৫ জনের ডেঙ্গুতে মৃত্যু আজ নিশ্চিত করা হয়।

এর মাঝে রাজধানীতে ঢাকা শিশু হাসপাতালে ৫ জন, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ৪ জন, স্কয়ার হাসপাতালে ৬ জন, গ্রিনলাইফ হাসপাতাল ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৯ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ২২ জন ভর্তি হন।

এ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২ জনে। হাসপাতালে মোট ভর্তি ১ হাজার ৩২ জন রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে ৯৬২ জন ও ঢাকার বাইরে ৭০ জন ভর্তি রয়েছেন।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৬ আগস্ট ২০২১

Back to top button