ঢাকা

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন

ঢাকা, ২৪ অক্টোবর- মাদক, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে নারী ঐক্য পরিষদ নামে একটি সংগঠন।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

নারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুন্নাহার খানম লুনা, মোফাজ্জল হোসেন স্বাধীন, জাহেদা আক্তার শাহীন, নাজমা আক্তার শিরিন প্রমুখ।

আরও পড়ুন: রাজধানীতে জাল ডলার চক্রের ৬ সদস্য আটক

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সম্প্রতি ঢাকা ও সিলেট এমসি কলেজে সংঘটিতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাধারণ শান্তিপ্রিয় জনগণের সঙ্গে আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত। মাদকের সর্বগ্রাসী আগ্রাসন, ধারাবাহিক ধর্ষণ, হত্যা ও সহিংসতার ঘটনা বর্বর আদিম যুগের কথায় মনে করিয়ে দেয়। এ নারকীয় পরিস্থিতি বর্তমান সরকারের উন্নয়ন নীতি ও নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যা সরকারের গৃহীত ও অর্জিত সব সাফল্যকে ম্লান করে দেবে। তাই দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির নিশ্চয়তার বিধান করে নারী নির্যাতন বন্ধ করতে হবে এবং একই সঙ্গে মাদকের আগ্রাসনও বন্ধ করতে হবে। নারী ও শিশুর সর্বোপরি সাধারণ জনগণের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।’

সূত্র : বাংলানিউজ
এম এন / ২৪ অক্টোবর

Back to top button