বলিউড

বিচ্ছেদের পরেও বন্ধুত্ব, মালাইকার সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন আরবাজ

মুম্বাই, ১৬ আগস্ট – বলিউডে বিচ্ছেদের পরও অনেক জুটির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দেখা যায়। আরবাজ খান আর মালাইকা অরোরা সেরকমই এক জুটি। এই তারকা দম্পতি ১৯ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন ২০১৭ সালে।

কিন্তু বিচ্ছেদ হলেও একে অপরের পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট করেননি মালাইকা বা আরবাজ। মাঝে মধ্যেই তাদের দেখা যায় একসঙ্গে ফ্যামিলি ডিনারে। ১৫ আগস্ট ছিল তেমনই এক দিন। আরবাজ-মালাইকার সঙ্গে এদিন ছিলেন তাদের ছেলে আরহান খান এবং পরিবারের আরও কয়েক জন। মুম্বাইয়ের এক নামি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজে ঢোকার সময় ক্যামেরাবন্দি হন তারা।

এদিন মালাইকার পরনে ছিল সাদা রঙের একটি টি শার্ট এবং কালো স্কার্ট। তার সঙ্গেই মানানসই লাল বুট। আরবাজ পরেছিলেন সাদা টি শার্ট। তার সঙ্গে ট্র্যাক প্যান্টস। ছেলের সঙ্গে সময় কাটাতেই একসঙ্গে মধ্যাহ্নভোজের পরিকল্পনা করেছিলেন তারা।

১৯৯৮ সালে বিয়ে করেন আরবাজ এবং মালাইকা। ২০০২ সালে জন্ম নেয় তাদের ছেলে আরহান। বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা।

এন এইচ, ১৬ আগস্ট

Back to top button