জাতীয়

বাংলাদেশে সিনোফার্মের টিকা উৎপাদনে ত্রিপক্ষীয় চুক্তি

ঢাকা, ১৬ আগস্ট – দেশে চীনের সিনোফার্মের টিকা উৎপাদনের জন্য সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মধ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মক্তাদির উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে ইনসেপ্টা দ্রুত টিকা উৎপাদন করবে বলে আশা আশা ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শোকের মাস আগস্টে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত হল।

সূত্র : সমকাল
এন এইচ, ১৬ আগস্ট

Back to top button