পশ্চিমবঙ্গ
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা
কলকাতা, ১৬ আগস্ট – তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভারতের মহিলা কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় সভানেত্রী সুস্মিতা দেব। সোমবার দুপুরে তৃণমূলে তাকে উত্তরীয় পরিয়ে দলে বরণ করে নেন তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
খবরে বলা হয়, তৃণমূল যে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর অন্তর্ভুক্তিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, তা পশ্চিমবঙ্গের কাজেই ফুটে উঠছে। যোগদানের আগে সুস্মিতার সঙ্গে বৈঠক হয় অভিষেকের। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার পর নবান্নের দিকে রওনা দিয়েছেন সুস্মিতা।
সূত্রের খবর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি।
সূত্র : যুগান্তর
এন এইচ, ১৬ আগস্ট