ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান

কাবুল, ১৬ আগস্ট – তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ে নেয়ার পর খবর ছড়িয়ে পড়ে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর হয়তো খেলা হবে না রশিদ খানদের। চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা এই আসর।

তবে এমন শঙ্কাকে বাতাসেই উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান। তিনি নিশ্চিত করেছেন, আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করেই এগোচ্ছে।

সংবাদ সংস্থা ‘এএনআই’কে হাসান বলেন, ‘হ্যাঁ, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব। সেই প্রস্তুতি চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কাবুলে ট্রেনিং শুরু হবে।’

তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফগানিস্তান, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজে নিয়ে সম্ভাব্য ত্রিদেশীয় সিরিজের ভেন্যু নির্ধারণের চেষ্টাতেও আছেন তারা।

হিমকত হাসান বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু খুঁজছি। যা কিনা ওই আসরের (বিশ্বকাপ) সেরা প্রস্তুতি হবে। আমরা শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছি। দেখা যাক, কোথায় করা যায়।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৬ আগস্ট

Back to top button