খুলনা

খুলনা বিভাগে আরও ১৮ জনের মৃত্যু

খুলনা, ১৬ আগস্ট – খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে ঝিনাইদহে ছয়জন, কুষ্টিয়ায় ছয়জন, মেহেরপুরে তিনজন, যশোরে দুইজন, চুয়াডাঙ্গায় এক জন রয়েছেন।

খুলনা বিভাগে ২০২০ সালের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৩১০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ১৮১ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ আগস্ট

Back to top button