ইউরোপ

কেউ চায় না আফগানিস্তান সন্ত্রাসের প্রজনন স্থল হোক: বৃটিশ প্রধানমন্ত্রী

লন্ডন, ১৬ আগস্ট – যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কেউ চায় না আফগানিস্তান সন্ত্রাসের ‘প্রজনন স্থলে’ পরিণত হোক। দেশটির কোবরা কমিটির সঙ্গে একটি জরুরি বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। সোমবার সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এমন এক সময় বরিস জনসন এ মন্তব্য করলেন যখন আফগানিস্তানে আশরাফ ঘানি সরকারকে হটিয়ে কাবুলের পুরোপুরি দখল নেয়ার প্রক্রিয়ায় রয়েছে তালেবানরা।

বরিস জনসন বলেন, পরিস্থিতি খুবই জটিল এবং ভবিষ্যতে আরো জটিল হতে পারে। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী বুধবার যুক্তরাজ্য পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

তালেবানরা আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ নেয়ার সার্বিক প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

বরিস জনসন জানান, ব্রিটিশদের এবং ২০ বছর আফগানিস্তানে যুদ্ধ চলাকালে যারা তাদের সহায়তা করেছেন, তাদেরকে যত দ্রুত সম্ভব বের করে আনার বিষয়টি প্রাধান্য দেয়া হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ আগস্ট

Back to top button