এশিয়া

পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কুয়ালালামপুর, ১৬ আগস্ট – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেছেন। সোমবার দেশটির রাজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। মালয়েশিয়ার বিজ্ঞান বিষয়ক মন্ত্রী খাইরি জামালুদ্দিন এ খবর নিশ্চিত করেন। খবর সিএনএনের।

গত কয়েক মাস ধরেই মালয়েশিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। তারা বিক্ষোভ করেন এবং দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ দাবি করেন।

এ নিয়ে মহিউদ্দিনের অফিসে যোগাযোগ করা হলে বার্তাসংস্থা রয়টার্সকে পদত্যাগের খবর নিশ্চিত করা হয়নি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ আগস্ট

Back to top button