নাটক

করোনায় মা হারালেন অভিনেতা সাজু খাদেম

ঢাকা, ১৬ আগস্ট – করোনায় আক্রান্ত হয়ে জনপ্রিয় অভিনেতা সাজু খাদেমের মা তহুরুন্নেসা মারা গেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ আগস্ট বেলা সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

আহসান হাবিব নাসিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই আজ তিনি মারা যান।

সাজু খাদেমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানেই তহুরুন্নেসাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

এম এউ, ১৬ আগস্ট

Back to top button