গাজীপুর

গাজীপুরে ফায়ার সার্ভিসের নতুন দুটি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা, ২৪ অক্টোবর- ১১টি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুরে দুটি নতুন ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি শনিবার এ দুটি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্ত্রী প্রথমে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ের পাশে পেয়ারা বাগান এলাকায় এক একর ৩৮ শতাংশ জমির ওপর চারতলা বিশিষ্ট ফায়ার সার্ভিস ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৫৪৩ টাকা।

দুপুরে তিনি কাশিমপুরে সারাব এলাকায় ৮০ শতক জমির ওপর অপর একটি ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন: গহীন জঙ্গলে তালেবানি প্রশিক্ষণ দিতেন দুই ইমাম!

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমান, ঢাকার সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প পরিচালক মো. শহীদ আতাহার হোসেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২৪ অক্টোবর

Back to top button